আহারে আমার স্বাধীনতা


আমি সস্তা জনপ্রিয়তা কিংবা লাইকের জন্য লেখালেখি করিনা। আবার চটিগল্প অথবা লুতুপুতু কিছু লিখি না। বিবেকের তাড়না থেকে লেখালেখি করি। যেটা জানানোর দরকার মনে করি, সেই বিষয়টা নিয়ে লেখার চেষ্টা করি। 


আরামের সময়টুকু এর জন্য বিসর্জন দিতে হয়। প্রাপ্তি হিসেবে পাঠকদের প্রচুর ভালবাসা পাই। এই পাওয়াটাই আমার দ্বায়িত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। এখন দু'তিন দিন না লিখলে অনেকেই ম্যাসেজ দেয়, খোঁজখবর নেয়, নতুন লেখার খবর জানতে চায়।


আমার মত নগন্য লেখকের জন্য এটা অনেক বড় পাওয়া। আমি এই ভালবাসার সন্মানটুকু দিতে চাই। আমার প্রিয় পাঠকদের জন্য লিখতে চাই। 


কিন্তু যতবার লিখতে বসি। কেউ যেন আমার ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলে। বন্দুকের নল তাক করে রাখে। একবার লিখি, আরেকবার মুছে ফেলি। মোবাইলের ব্যাকস্পেস বাটন'টাকে এখন বড্ড নিরাপদ মনে হয়।


আহারে আমার স্বাধীনতা! আহারে আমার বাংলাদেশ!!

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

ইবলিশ শয়তান

কাঙ্গালি ভোজ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

মুরগী কবির

জন্মদিনের সারপ্রাইজ

প্রিপেইড মিটার বিড়ম্বনা

কাছে আসার গল্প

ডিজিটাল বিড়ম্বনা

নুরা পাগলা গবেষণা ইনিস্টিউট