প্রিপেইড মিটার বিড়ম্বনা

প্রিপেইড মিটার বিড়ম্বনা
গিন্নী বাচ্চাদের জন্য কেক বানাচ্ছে। চুলার অল্প আঁচে পেসার কুকারের মধ্যে বাটি বসিয়ে। আমি কেক হয়েছে কিনা দেখতে কিচেনে গেছি। দেখি, চুলা বন্ধ হয়ে আছে। গিন্নীকে ডেকে বললাম, 'তুমি কেমন আস্তে দিছো যে চুলা বন্ধ হয়ে গেছে।'

তাৎক্ষণিক গিন্নী গ্যাসের চুলা অন করে। কিন্তু হায়, গ্যাস নাই। ঘটনা কী, ১হাজার টাকার গ্যাস রিচার্জের ১মাসও হয়নি, গ্যাস গেলো কই?

প্রিপেইড গ্যাস মিটারে তাকিয়ে দেখি, 'EE' সংকেত দিচ্ছে, সেইসাথে লালবাতি জ্বলছে আর নিভছে। জীবনে সংকেত বলতে একটি সংকেত'ই চিনি, সেটা হলো হানিফ সংকেত। এইটা কিসের সংকেত জানতে তাড়াহুড়া করে প্রিপেইড গ্যাস মিটার ব্যবহার নির্দেশিকা দেখলাম। সিসমিক সেন্সরে জোরালো ভূমিকম্প অনুভূতি হলে কিংবা মিটারে জোরে ধাক্কা লাগলে 'EE' সংকেত দিয়ে লাল বাতি জ্বলবে এবং মিটার বন্ধ হয়ে যাবে।

তারমানে, ভূমিকম্প হয়েছে! কখন হলো? কিচ্ছুই তো টের পেলাম না। তাহলে হয়ত আগাম ভূমিকম্পের খবর পেয়ে মিটার আগেভাগেই বন্ধ হয়ে বসে আছে। ডিজিটাল মিটার বলে কথা!

সে যাইহোক, এখন করণীয় কি? আমি নির্দেশনা অনুযায়ী মিটারের 'B' বাটনটি ৫ সেকেন্ড চেপে ধরে মিটারটি চালু করলাম। তারপর প্রকৃতির ডাকে বাথরুমে গেছি। কমোডে বসতেই পারি নাই, বাথরুমের দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ। তাড়াতাড়ি দরজা খুলতেই গিন্নী বলল, 'আবারও সংকেত দিছে।' 

অমনি ছুটে গেলাম। দেখি, 'EOP' সংকেত। এই সংকেতটি জানার জন্য আবারও নির্দেশিকা ঘাটাঘাটি করলাম। কিন্তু সংকেতের কারণ ও করণীয় নির্দেশিকার কোথাও নাই। কি করি, কোন বাটন চাপ দিবো, কি হবে, এই ভেবে পড়ে গেলাম বিপদে। অবশেষে তিতাস গ্যাস অফিসে ফোন দিয়ে সমাধান করলাম।

'ডিজিটাল' যার মাথা পুরাই টাল! সেই ডিজিটাল মিটারের সবচেয়ে আজব ব্যাপার হলো, রিচার্জ করলে টাকা সরাসরি মিটারে যায়না। একখান কার্ড দিছে, সেই কার্ডখানা মিটারের সাথে ঠেসে দিয়ে ধরে মানে ধাক্কায়ে মিটারে পার করতে হয়। আমি টাকা রিচার্জ করে ৩/৪ দিন ধরে বাটন চেপে ঠেসে ধরেও পারি নাই। অবশেষে বাড়িওয়ালাকে ডেকে এনে গুতাইয়া পার করেছি।।।

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

ইবলিশ শয়তান

কাঙ্গালি ভোজ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

মুরগী কবির

জন্মদিনের সারপ্রাইজ

কাছে আসার গল্প

ডিজিটাল বিড়ম্বনা

নুরা পাগলা গবেষণা ইনিস্টিউট