নূরা পাগলার মন্তব্য

বুলগেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার পর দুর্ঘটনা দায় মাথায় নিয়ে পদত্যাগ করেন সেই দেশের পরিবহনমন্ত্রী, আঞ্চলিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী।
এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘রাজনৈতিকভাবে এর দায় আমরা নিচ্ছি এবং আমরা পদত্যাগ করছি। এ ধরনের দুর্ঘটনা এড়াতে যা করা জরুরি ছিল, আমরা তা করতে পারিনি’।
বাংলাদেশে 'নিরাপদ সড়ক চাই' নামে এতো বড় আন্দোলন হয়ে যাওয়ার পরেও এই ঈদে সড়ক দুর্ঘটনায় ২৩৭ জন মারা গেছে এবং এখনো মৃত্যুর মিছিল চলছে।
এক টিভি চ্যানেলে দেখলাম মন্ত্রীকে প্রশ্ন করা হলে উনি বলেন, 'ভাই, কিয়া করবাম'?

নূরা পাগলার মন্তব্য: ঠিকই তো কি আর করবার আছে বিনা ভোটের সংসদ সদস্য, মন্ত্রী ও সরকারের। পদত্যাগ করবার লাইগ্যা তো আর ক্ষমতায় আহে নাই। দাঁত কেলানো ছাড়া আর কিয়া করবাম!
আর বুলগেরিয়ার হালারা তো বলদ। সামান্য ঘটনায় পদত্যাগ কইরা বইছে। এই জ্ঞান বুদ্ধি নিয়া মন্ত্রীত্ব মারাইতে অাইসে। ওগো পদত্যাগ ই ভালো। এত মান সম্মান নিয়া মন্ত্রীত্ব চলে না। অারে ব্যাটা ক্যামনে হেসে হেসে মন্ত্রীগিরি মারাইতে হয় আগে শেখ, নির্লজ্জ হ তারপর মন্ত্রীগিরি মারাইতে অাইস।
বুচ্ছোস...

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

ইবলিশ শয়তান

কাঙ্গালি ভোজ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

মুরগী কবির

জন্মদিনের সারপ্রাইজ

প্রিপেইড মিটার বিড়ম্বনা

কাছে আসার গল্প

ডিজিটাল বিড়ম্বনা

নুরা পাগলা গবেষণা ইনিস্টিউট