সাচ্চা কুত্তার বাচ্চা

গতকাল রাতে অফিস থেকে বাসায় ফিরছি। বাংলাদেশ বেতার সেন্টারের কাছাকাছি এসে দেখি, একটা ছোটোখাটো হট্টগোল। ঘটনাটি কী? জানার জন্য কাছে এগিয়ে বুঝলাম। মোটর সাইকেলকে পেছন থেকে চাপা দিছে মিনি মাইক্রোবাসটি।

আমি মাইক্রোবাসটির সামনের গ্লাসে তাকিয়ে অবাক হয়ে গেলাম। লেখা আছে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' সড়ক ও সেতু মন্ত্রনালয়। তারমানে ফাঁটাকেষ্ট খ্যাত ওবায়দুল কাদের সাহেবের মন্ত্রনালয়ের গাড়ি।

আর এই মাইক্রোবাসটি পেছন থেকে যে মোটর সাইকেলকে ধাক্কা দিছে, সে মোটর সাইকেল কোন জনসাধারণের না স্বয়ং যমের মোটর সাইকেল মানে পুলিশের।

পুলিশ ড্রাইভারকে 'সরি' বলতে বলছে। কিন্তু  ড্রাইভার 'সরি' বলবে না। বলবেই বা কেন? ড্রাইভার হচ্ছে সড়ক ও সেতু মন্ত্রনালয়ের লোক। 'সরি' বললে ফাঁটাকেষ্ট'র মান থাকবো?

পুলিশও দমে যাওয়ার পাত্র না। সরকারের পাছায় সুপারগ্লু আঠা লাগিয়ে ক্ষমতায় বসিয়ে রাখছে। সরকারও এদের ঘুষ খাওয়া থেকে শুরু করে গু খাওয়া সব হালাল করে দিছে। ড্রাইভারের কাছে টাকা চেয়ে বসেনি, এটা ওর চোদ্দগুষ্টির ভাগ্য। 

আমার খুব ইচ্ছে করছিল, কুত্তায় কুত্তায় কামড়াকামড়ির শেষ দৃশ্য পর্যন্ত দেখি কিন্তু হলো না। আমার যাত্রাপথের গাড়ি চলে এসেছে, ওঠে পড়লাম। 

বসে ফেসবুকে ঢু মারতেই চোখ ছানাবড়া হয়ে গেলো। বিএনপির মেয়রপ্রার্থী ইশরাকের উপর আওয়ামী লীগের হামলায় এক পুলিশ বলছে, 'পরিস্থিতি এখন নরমাল। ইশরাকের পাটি চলে গেছে তাদের মতিঝিল এলাকায় আর আমাদের পাটি চলে গেছে সেন্টাল রোডে।'

বাহ! কী দারুণ ভাষ্য? পুলিশ এখন জনগনের টাকায় খেয়েপড়ে পাটি করে। তারা জনগনের আর সেবক না, মনিবের সেবক। একদম সাচ্চা কুত্তার বাচ্চা।।

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

ইবলিশ শয়তান

কাঙ্গালি ভোজ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

মুরগী কবির

জন্মদিনের সারপ্রাইজ

প্রিপেইড মিটার বিড়ম্বনা

কাছে আসার গল্প

ডিজিটাল বিড়ম্বনা

নুরা পাগলা গবেষণা ইনিস্টিউট