প্রশ্নপোঁকা নুরু

আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ। সেই ভয়ে, সবসময় নুরা পাগলা ওরফে নুরুর কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। ওর মাথায় সবসময় প্রশ্নপোঁকা গিজগিজ করে। আমাকে দেখলেই সেই পোঁকাগুলো কিলবিল করে ওঠে। যথাসাধ্য সেই পোঁকাগুলো আমি মাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আর সেই কারনেই, নুরু আমাকে গুরু মানে...
পথিমধ্যে আমাকে দেখে নুরু বলল,
-গুরু, ডিজিটাল নিরাপত্তা আইন কি?
বললাম,
-অপরাধীদের নিরাপত্তা দেয়া আর অপরাধ প্রতিরোধকারীদের শাস্তি দেয়ায় হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইন।
-বুজলাম না?
-শোন, ডাকাতি করলে আগে যেমন শাস্তির বিধান ছিল। তেমন এই আইনে ডাকাতি প্রতিরোধ করতে চাইলেও শাস্তির বিধান রাখা হয়েছে।
-কি ক'ন গুরু!
-হুমম, অন্যায় দেখবি_শুনবি মাগার প্রতিবাদ করে কিছু বলতে পারবি না।
নুরু মাথা চুল্কাতে চুল্কাতে বলল,
-থাক, আর কিছু কমু না... 

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

ইবলিশ শয়তান

কাঙ্গালি ভোজ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

মুরগী কবির

জন্মদিনের সারপ্রাইজ

প্রিপেইড মিটার বিড়ম্বনা

কাছে আসার গল্প

ডিজিটাল বিড়ম্বনা

নুরা পাগলা গবেষণা ইনিস্টিউট