কপাল পোড়া বিএনপি


খরদুপুরে, হঠাৎ এক লোককে ভোঁদৌড় দিতে দেখে কৌতুহলী হয়ে জিজ্ঞেস করলাম,
-এইযে ভাই, আপনি দৌড়াচ্ছেন কেন?
চোখে মুখে আতঙ্ক নিয়ে লোকটি বলল,
-ভাই, আকাশে সিঁদুরে মেঘ
-সিঁদুরে মেঘ! আপনি কি ঘর পোড়া গরু?
-নারে ভাই, কপাল পোড়া বিএনপি
-তো কি হয়েছে?
-আকাশে আগুন লেগেছে, অতএব ধর পাকড় শুরু হয়ে যেতে পারে...
-বলেন কী!!
-বলি কি সাধে, বজ্রপাতের শব্দেও হয়! বোমা বিস্ফোরণের মামলা!!

খবর: গত ১৩ অক্টোবর রাতে তুমুল বৃষ্টিপাতের সাথে বিকট শব্দে বজ্রপাতও হয়। পরদিন ১৪ অক্টোবর পুলিশ বাদী হয়ে থানায় বোমা বিস্ফোরণ হয়েছে বলে মামলা করেন। আর তাতে আসামি করা হয় দেড়শতাধিক বিএনপি নেতাকর্মীদের।
বজ্রপাতের শব্দকে ‘বোমা বিস্ফোরণ’ হিসেবে চালিয়ে দিয়েছে পুলিশ।।

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

ইবলিশ শয়তান

কাঙ্গালি ভোজ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

মুরগী কবির

জন্মদিনের সারপ্রাইজ

প্রিপেইড মিটার বিড়ম্বনা

কাছে আসার গল্প

ডিজিটাল বিড়ম্বনা

নুরা পাগলা গবেষণা ইনিস্টিউট