হার্টের জন্য ক্ষতিকর সুন্দরী নারী

হার্টের জন্য ক্ষতিকর সুন্দরী নারী
'সুন্দরী নারীরা পুরুষের হার্টের জন্য ক্ষতিকর।' মেডিকেল সাইন্সের দেওয়া এই তথ্যটি এবার প্রমাণিত করলেন 'ওবায়দুল কাদের সাহেব'। উনি এখন হার্টের সমস্যা নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। 

দেশের সকলেই অবগত আছে। উনি সবসময়ই সুন্দরী নারীদের নির্যাতনের শিকার হইতেন।  মানে, যেখানে ওবায়দুল কাদের সেখানেই সুন্দরী নারীদের ঢ্ল। সুন্দরী নারীদের সাথে সেল্ফি তুলতে তুলতে উনি ক্লান্ত হয়ে পড়তেন। স্বভাবতই এই দুর্বলতা থেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাই এটা নিয়ে রাজনীতি করার অবকাশ নেই।

তবে একটা কথা বলার আছে, উনার চিকিৎসা করতে সিঙ্গাপুর থেকে ডাক্তার উড়িয়ে আনলেন। তারপর চিকিৎসা নিতে নিজেই উড়ে সিঙ্গাপুর চলে গেলেন।

অথচ উনারা সকাল সন্ধ্যায় ঢোল পিটিয়ে বলতেন, দেশ সিঙ্গাপুর হয়েছে। উপর থেকে ঢাকাকে দেখলে লস এঞ্জেলস মনে হয়। সেই লস এঞ্জেলসের হাসপাতাল রেখে কাদের সাহেবরা ছুটেন আসল সিঙ্গাপুরে কারণ কি?

প্রশ্ন পোঁকা মাথার মধ্যে ভনভন করে বলছে, এতো উন্নতি গেলো কই? ১০ বছরে স্বাস্থ্যখাতে তাহলে করলেনটা কি?


সে যাইহোক, অসুস্থ মানুষের সমালোচনা না করে আসুন দুহাত তুলে দোয়া ধরি। সবাই মোনাজাত ধরেন।   

হে আল্লাহ, ওবায়দুল কাদের সাহেবরা যেভাবে জনগনকে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন। ঠিক সেভাবেই আপনিও উনার সুষ্ঠ চিকিৎসা দান করুন। আমিন।।

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

ইবলিশ শয়তান

কাঙ্গালি ভোজ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

মুরগী কবির

জন্মদিনের সারপ্রাইজ

প্রিপেইড মিটার বিড়ম্বনা

কাছে আসার গল্প

ডিজিটাল বিড়ম্বনা

নুরা পাগলা গবেষণা ইনিস্টিউট